মাভাবিপ্রবিতে পদার্থ বিজ্ঞান বিভাগের উগ্যোগে কর্মশালা

0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ২২ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মিলনায়তনে ”পদার্থ বিজ্ঞানে গবেষণা এবং একাডেমিক কেরিয়ার একটি অনুপ্রেরণা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর ড. অরুণ কুমার বসাক, বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অনুষদের ডিন ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। কর্মশালার সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান খন্দকার নাজমুস সাকীব।

কর্মশালায় বক্তাগণ বলেন, মুল বিষয় অনুধাবন করতে হলে গবেষণার বিকল্প নেই। বিশ্বের গুরুত্বপূর্ণ গবেষণাগুলোর মধ্যে পদার্থ বিজ্ঞান অন্যতম। তাই এই বিভাগের শিক্ষার্থীদের গবেষনার উপর বেশি গুরুত্ব দিতে হবে। কারণ, পদার্থ বিজ্ঞানে একাডেমিক কেরিয়ারের জন্য গবেষণা একটি অনুপ্রেরণা।

Leave A Reply

Your email address will not be published.