টাঙ্গাইলে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

0

স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের সখীপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী বাবুল নামে এক কাঁচামাল ব্যবসায়ীর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সিয়াম (১৮) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮মে) সকালে সখীপুর-গোড়াই আঞ্চলিক সড়কের উপজেলার বোয়ালি এলাকার পন্ডিত বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী বাবুল আহমেদ (৫৫) টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বড়ুহা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি সখীপুরে কাঁচামালের ব্যবসা করতেন।

অপরদিকে মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সকালে বাবুল আহমেদ সিএনজি যোগে সখীপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে সখীপুর-গোড়াই আঞ্চলিক সড়কের বোয়ালি এলাকার পন্ডিত বাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এ সময় সিএনজি উল্টে গেলে বাবুল আহমেদ ও সিয়াম গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল আহমেদকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান সড়ক দুর্ঘটনায় সিএনজির আরোহী বাবুল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.