ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে ডিআইজি হাবিবুর রহমান

0

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নে যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) বিপিএম ও পিপিএম (বার) হাবিবুর রহমান।  শনিবার  বিকেলে পরিদর্শন শেষে তিনি মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর চরপাড়া অংশে পৌছে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, সিএনজি, অটোরিক্সা ইত্যাদি যানবাহন যদি মহাসড়কে ঢুকে পড়ে তাহলে দূর্ঘটনার আশঙ্কা বেড়ে দাঁড়ায়, মহাসড়কে যেনো কোনোভাবেই এইসব যানবাহন না ঢুকতে পারে সেজন্য পুলিশ সদা প্রস্তুত রয়েছে এবং সার্বিক নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।

সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, গাজীপুর পুলিশ সুপার শামছুন্নাহার, টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার টাঙ্গাইল আহাদুজ্জামান মিয়া, সহকারি পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দীপঙ্কর রায়, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক, ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার নাসির প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.