টাঙ্গাইল মধুপুরে পণ্য বিপণন মনিটরিং কমিটির মতবিনিময় সভা

0

নিউজ ডেস্ক:টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির মতবিনিময় সভা রোববার (২৭ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ওই সভার আয়োজন করে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে ওসি সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য যুগ্ম-সচিব শাহ আবু রায়হান আলবেরুনী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ।
সভায় যুগ্ম-সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সরকার জনগণের কষ্ট লাঘবে টিসিবি’র মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের প্রভাব আমাদের দেশেও পড়ছে। আমদানি নির্ভর পণ্যগুলোর বাজার দর খুব শীঘ্রই সহনশীল পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।তিনি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না থাকার বিষয়টি মাথায় রেখে আসন্ন রমজান মাসে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করার উপর জোর দেন।

Leave A Reply

Your email address will not be published.