টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

0

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ০৮ সেপ্টেম্বর মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগস্ট মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার মহোদয় টাঙ্গাইল জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরুপ ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কাজী নুসরাত এদীব লুনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শরফুদ্দীন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জয়ব্রত পাল অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল), মোছাঃ শাহিনা আক্তার, সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল), মোঃ শরিফুল হক, সহকারি পুলিশ সুপার (কালিহাতি সার্কেল), এমএম রকীব উর রাজা, সহকারি পুলিশ সুপার (সখিপুর সার্কেল) মোঃ আবদুল্লাহ আল ইমরান, সহকারি পুলিশ সুপার (এসএএফ) টাঙ্গাইল এবং সকল থানার অফিসার ইনচার্জগণ’সহ পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোছাঃ শাহিনা আক্তার, সহকারি পুলিশ সুপার (কালিহাতি সার্কেল) মোঃ শরিফুল হক, সহকারি পুলিশ সুপার (এসএএফ), মোঃ আবদুল্লাহ আল ইমরান, এবং সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স, টাঙ্গাইল সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ।

Leave A Reply

Your email address will not be published.