টাঙ্গাইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

0

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব খান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা নবীন। বক্তারা বলেন, প্রচলিত মাদকের কোনটিই বাংলাদেশে তৈরি হয় না। উপকরণগুলো পাচার হয়ে আসছে। মাদকের চাহিদা না থাকলে সরবরাহ কমবে। তাই মাদক থেকে দুরে রাখতে প্রয়োজন সম্মিলিত কাজ। যেখানে পরিবার, সমাজ এবং সরকারের বিভিন্ন দপ্তরকে একযোগে কাজ করতে হবে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.