টাঙ্গাইলে সাবেক বিচারপতি সাঈদ চৌধুরীর বাড়িতে ব্রিটিশ হাইকমিশনার

0

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়িতে সাবেক রাষ্ট্রপতি-বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরীর পৈতৃক বাড়ি পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
শুক্রবার (২ অক্টোবর) সকালে হাইকমিশনার নাগবাড়ি গ্রামে পৌঁছালে তাকে স্বাগত জানান কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
এ সময় সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরীর মেয়ে শিরিন হাসান ও জামাতা ব্যারিস্টার মনজুর হাসান উপস্থিত ছিলেন।
হাইকমিশনার প্রথমে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরীর মেয়ে শিরিন হাসানের বাড়িতে কিছুক্ষণ অবস্থান করেন। পরে তিনি মরহুম আবু সাঈদ চৌধুরীর পৈতৃক বাড়ি ও স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন। বিকাল ৩টা পর্যন্ত হাই কমিশনার সেখানে অবস্থান করেন। পরে তিনি ঢাকার উদেশে কালিহাতী ত্যাগ করেন।

Leave A Reply

Your email address will not be published.