টাঙ্গাইলে পুলিশ সুপারের উপহার স্কুল ড্রেস পেল সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা

0

মোঃ রাশেদ খান মেনন (রাসেল)/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের উপহার হিসেবে স্কুল ড্রেস প্রদান করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন ওই স্কুলে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। সকল শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও নাস্তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা সিএনআই এর হেড অব নিউজ জুয়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল, ট্রাফিক ইনস্পেক্টর (টিআই প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন, ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) এশরাজুল হক, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল) ‘সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীগণ। পুলিশ সুপার ফ্রেন্ডশিপ স্কুলে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য ২০১২ সালে ২৮ জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে যাত্রা শুরু করেছিল ফ্রেন্ডশিপ স্কুল টাঙ্গাইল।

Leave A Reply

Your email address will not be published.