টাঙ্গাইলে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

0

টাঙ্গাইলে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মোঃ মশিউর রহমান /টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ২২অক্টোবর বৃহস্পতিবার দুপুরে দিবসটি উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সোহানা নাছরিন।

অনুষ্ঠানের শুরুতেই নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরেন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আবু নাঈম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খান আহমেদ শুভ, মোটরযান পরিদর্শক মোঃ নুরুল হোসেন, ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) উত্তম কুমার শর্মা, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক (বাস) রাশেদুর রহমান তাবিব, সাধারণ সম্পাদক (মিনিবাস) শফিউল আলম তুষার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসানুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কোরবান আলী, সাধারন সম্পাদক সোবাহান, ইজিবাইক সমিতির নেতা আব্দুল লতিফ’সহ অন্যান্য নেতৃবৃন্দ। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.