টাঙ্গাইলের নাগরপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার আসামি গ্রেপ্তার

0

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে নাগরপুরে মৃত্যুদন্ড প্রাপ্ত মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার ভাড়রা ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে লুকিমুদ্দিন লোকমান। আসামী লোকমান টাংগাইলের মির্জাপুর থানায় ২০১৩ সালে দায়েরকৃত একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার সেকেন্ড অফিসার ফজলুর রহমানের নেতৃত্বে এসআই সিরাজুল, এএসআই গোলাপ, এএসআই আনিস, এএসআই রাসেল, এএসআই জহিরসহ সঙ্গীয় ফোর্স গতকাল ২৪ অক্টোবর দিবগত রাতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী লোকমানকে উপজেলার ভাড়রা গ্রামে তার নিজ বাড়ী থেকে আটক করে। মির্জাপুর থানা সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০১৩ সালে ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে তার বাবাকে হত্যা করা হয়েছে মর্মে মামলা করে। পরে তার আচরণে সন্দেহ হলে বাদী আসাদুজ্জামান কে আটক করে থানা পুলিশ। বাবাকে হত্যার উদ্দেশ্যে তিনজন খুনিকে তিন লক্ষ টাকা দিয়ে চুক্তি করে। চুক্তি অনুযায়ী লোকমানসহ আরো দুইজন এ হত্যাকান্ড ঘটায়েছিলো। এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান,মির্জাপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী লোকমানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে আসামীকে টাঙ্গাইল কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.