টাঙ্গাইলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

0

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টেকশই উন্নয়ন, সমৃদ্ধ দেশ নিরাপদ খাদ্যের বাংলাদেশ প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
টাঙ্গাইলে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়। জেলা প্রশাসনের সভাকক্ষে ২ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দিবসের তাৎপর্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই নিরাপদ খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরেন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহারান হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন জমসজিদে কাজ করতেছি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল ইসলাম, বেলা টাঙ্গাইলের কর্মকর্তা গৌতম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), ‘সহ অন্যান্য নেতৃবৃন্দ। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.