স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন- বিএনপি সকল ধর্ম স্বাধীন ভাবে পালন,ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং যার যার,রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী। বিএনপি কোনো ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে না। হিন্দু, বৈদ্য-খ্রিস্টান এবং মুসলিম দল-মল নির্বিশেষে সর্বশেষ কথা হল আমরা সবাই বাঙালি। যার যার ধর্ম তার তার।কিন্তু বিগত পতিত আওয়ামী লীগ সরকার সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক খেলায় তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে ।বৃহস্পতিবার(১১অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে দানবীর শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে।যে খানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজণীতি থাকবে না। স্বৈরাশাসক সরকারের প্রধান শেখ হাসিনা লুটপাট করে পালিয়েছে।
তবে সে তার ধান্দাবাজ সব নেতাকর্মীদের রেখে গেছে। এদের বিষয় সর্তক থাকতে হবে। দূর্গা উৎসব বাঙালির উৎসব। এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে।সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপিত হচ্ছে।
এ সময় পূজা মন্ডপ পরিদর্শনকালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানু টাঙ্গাইল বিএনপি’র সাবেক সদস্য সচিব,সাবেক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এম.এম.আলী কলেজের ভিপি নূরুল ইসলাম সহ বিএনপি,যুবদল,ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর নেতৃত্বে মন্দির পরিদর্শনে গিয়ে,মন্ডপের পূজারী,পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।