সাকিবের জায়গায় অ্যালেস্টার কুক

0

নিউজ ডেস্কঃ : সাকিব আল হাসানের পদত্যাগে যে জায়গা খালি ছিল, প্রায় তিন মাস পর সেখানে নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে এমসিসি। ক্লাবের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাকিবের জায়গায় এখন স্যার অ্যালেস্টার কুক।

গত অক্টোবরে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর এই পদ থেকে সরে দাঁড়ান সাকিব। শুধু বাংলাদেশের এই অলরাউন্ডারই নন, স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছেন সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপও। কুকের সঙ্গে মর্যাদাপূর্ণ এই কমিটির নতুন সদস্য হয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট রিকি স্কেরিট।

টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান (১২ হাজার ৪৭২) কুকের। সবচেয়ে বেশি ম্যাচে (৫৯) ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও তার। জাতীয় দল থেকে অবসর নেন ২০১৮ সালে।

২০১৭ সালে অক্টোবরে এই কমিটিতে জায়গা পেয়েছিলেন সাকিব।

২০০৬ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেট কমিটিতে থাকেন বর্তমান ও সাবেক ক্রিকেটার ও আম্পায়াররা। স্বাধীন এই কমিটি সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে আইসিসিকে সুপারিশ করে।

ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা হিসেবে পরিচিত অভিজাত এই ক্লাবের বর্তমান কমিটির প্রেসিডেন্ট শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

Leave A Reply

Your email address will not be published.