সখীপুরে ২টি সাংস্কৃতিক সংগঠন বিটিভি’র তালিকাভুক্ত হওয়ায় আনন্দ উৎসব

0

সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার সাংস্কৃতিক সংগঠন ‘আবাহন’ ও ‘চর্যা সহজিয়া’ দলগতভাবে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত হওয়ায় উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার সকালে সংগঠন দু’টির কর্মীরা পৌরশহরের চর্যা নিলয়ে এ উৎসবের আয়োজন করে। উৎসবে আলোচনা সভা, গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়। আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কবি ও নারীনেত্রী মোসলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, নাট্যজন আলী হাসান, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, ত্রিশাল উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বাবুল, কবি হাবিবুর রহমান, আযাদ কামাল, এমরান হাসান, অধ্যাপক বাবুল আক্তার, মোজাম্মেল হক সজল, আলী আহম্মেদ রোজদি, হারুন মাহমুদ, প্রমুখ। এসময় শিল্পী মঞ্জুশ্রী, রাখাল রফিক, হুমায়ুন হিমু, দয়াল শফিক, কামাল পাহাড়ি সংগীত পরিবেশন করেন।

Leave A Reply

Your email address will not be published.