শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের মানববন্ধন

0

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছে টাঙ্গাইলের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা আমরা প্রত্যাখান করছি। দেশে যখন সবকিছু চালু আছে তখন কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে? অবিলম্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।

এই সময় শিক্ষার্থীদের পক্ষে ফাতেমা রহমান বিথী, নাফিস আর রাফি, সানজিদা মীম, ইভানা জামান খান ঐশী ও ফাহাদুল ইসলাম বক্তব্য দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave A Reply

Your email address will not be published.