রহস্যজনক কারণে টাঙ্গাইলে আওয়ামী লীগের বর্ধিত সভা এক ঘন্টা পর শুরু

0

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রবিবার সকাল ১০ টায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করে সদর উপজেলা জেলা আওয়ামী লীগ। নির্ধারিত সময়ে সভায় অংশ নিতে ৯ টা ৪৫ মিনিট হতে নেতাকর্মীরা আসতে শুরু করে। এসেই কার্যালয় তালাবদ্ধ দেখে কার্যালয়ের সামনে দাড়িতে থাকে নেতা কর্মীরা। সকাল ১১ টায় আওয়ামী লীগ কার্যালয়ে আসেন সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন। তিনি এসেও বেশ কিছুক্ষণ বাহিরে দাড়িয়ে থেকে জেলা সিনিয়র নেতৃবৃন্দদের সাথে মুঠো ফোনে কথা বলে ১১ টা ১০ মিনিট পর কার্যালয় খুলে দেয়া হয়। খোলার পর শুরু হয় সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা।
এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, রোববার সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আমাদের বর্ধিত সভা ছিলো। কার্যালয়ে আসার পর দেখতে পাই দরজা তালাবদ্ধ। কে তালা দিয়েছে? কেন দিয়েছে এ বিষয়ে কিছুই বলতে পারবো না।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান বলেন, সকালে এসেই অফিস তালাবদ্ধ দেখি। পরে সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে তালা খোলার ব্যবস্থা করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খানসহ শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, গত ১৯ মার্চ সোমবার সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.