যমুনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0

কালিহাতী প্রতিনিধিঃ ‘‘জান দেবো তবু বালু দেবো না’’ স্লোগানে টাঙ্গাইলে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যমুনা নদী তীরবর্তী এলাকাবাসী।
শনিবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আলীপুর, বৈভবাড়ী, সিংগুলী, চর পৌলি, খাকছড়া, বেলটিয়া, আফজালপুরসহ যমুনা নদীর তীরবর্তী গ্রামের মানুষ, যমুনা নদীর পাড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে বক্তরা বলেন, গত কয়েক বছর এই নদীর পাশে বসবাসকারীদের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই। প্রতিদিন যেভাবে জমি বিলীন হচ্ছে তাতে এই এলাকার অনেক ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। তাই যমুনা নদীর ভাঙ্গন থেকে বাঁচাতে সরকারের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।

Leave A Reply

Your email address will not be published.