মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট দাইন্যা ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন

0

নিউজ ডেস্কঃ বুধবার বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)আয়োজিত টাঙ্গাইল মেয়র কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দাইন্যা ইউনিয়ন পরিষদ একচেটিয়া খেলে সবুব ফুটবল একাদশকে ৪-১ হারিয়ে প্রথম বারে মতো আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়। দর্শক ভর্তি টাঙ্গাইল স্টেডিয়ামে ফাইনাল খেলায় শুরু থেকেই আক্রমন পাল্টা আক্রমন শুরু হয়। খেলার ১৫ মিনিটের সময় দাইন্যা ইউনিয়নের সংঘবদ্ধ আক্রমন থেকে স্টাইকার সুমন চমৎকার গোল করে ১-০ দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পড়ে সবুর একাদশ আক্রমন করতে গেলে পাল্টা আক্রমনে সবুর একাদশের গোলরক্ষক আজিজুল ডিবক্সের ভিতর পড়ে গেলে দাইন্যা মধ্যমাঠের খেলোয়াড় মিশু ঠান্ডা মাথায় প্রায় মধ্যমাঠ থেকে দুরপাল্লার শটে ফাঁকা বারে বল পাঠায় । খেলার ২৮ মিনিটের সময় সবুর একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় পিটার হেডে গোল করে (২-১) ব্যবধান কমায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সবুর একাদশ আক্রমন করতে থাকে খেলায় সমতা আনার জন্য। পাল্টা আক্রমনে খেলার ৪৮ ও ৫১ মিনিটের সময় শাহিন ও নাইজেরিয়ান খেলোয়াড় কেস্তা পরপর ২টি গোল করে (৪-১) ব্যবধান বাড়িয়ে নেয়। এরপর সবুর একাদশ বার কয়েক গোল পরিশোধের চেষ্টা করে ব্যর্থ হলে পরাজিত হয়ে রার্নাসআপ হয়ে সন্তুষ্ট হতে হয় তাদের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দাইন্যা ইউনিয়ন পরিষদের শাহিন এবং একই দলের সুমন সর্বোচ্চ গোলদাতা (৫টি) নির্বাচিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক। এ সময় তার উপস্থিত ছিলেন ভুয়াপুর-গোপালপুর উপজেলার সাংসদ তানভীর হাসান ছোট মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সেলিম আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ মাহমুদ তারেক পুলু, সাবেক পিপি এডভোকেট আব্দুল গফুর, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান সুখন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক আতিকুর ররহমান জামিল ও দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবলু মিয়া লাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন।

Leave A Reply

Your email address will not be published.