মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

0

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলেমা খাতুন ভাসানী হল ও শহীদ জননী জাহানারা ইমাম হলের উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার বেলা ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। আনন্দ র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে, গ্রাম-শহরে কর্মজীবন ধারা।” আনন্দ র‌্যালিতে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম’সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.