মধুপুরে আদিবাসী নারীর কলা বাগান কাটার প্রতিবাদে মানববন্ধন

0

আরমান কবীরঃটাঙ্গাইলের মধুপুরে আদিবাসী গারো নারী বাসন্তী রেমার ৪০ শতাংশ জমির আবাদি কলা বাগান কেটে ফেলার প্রতিবাদে সম্মিলিত আদিবাসী ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পঁচিশমাইল বাজার এলাকায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীণ চিসিম, গারো ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনিক দিব্রা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন মধুপুর শাখার সভাপতি বিজয় হাজং, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্যামল মানখিন, সাবেক সম্পাদক মিলন দফো প্রমুখ।
উল্লেখ্য, সোমবার(১৪ সেপ্টেম্বর) বন বিভাগ বিনা নোটিশে পেগামারী গ্রামের গারো নারী বাসন্তী রেমার ৪০শতাংশ জমি আবাদি কলা বাগান কেটে দেয়।

Leave A Reply

Your email address will not be published.