ভূঞাপুর তারাকান্দি সড়কে ভাঙন সংস্কারে কাজ করছে সেনাবাহিনী

0

আরমান কবীরঃ টাঙ্গাইলের তারাকান্দি-ভূঞাপুর সড়কের টেপিবাড়িতে ভাঙন সংস্কারে কাজ করছে সেনাবাহিনী।গতকাল শুক্রবার সকাল থেকে সংস্কারের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে বন্যার পানির তীব্র স্রোতে টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি বৃহস্পতিবার রাতে ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
এ দিকে গত কাল শুক্রবার সকালে ভাঙ্গন পরিদর্শনে করে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রণায়লের সচিব কবীর বিন আনোয়ার এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারল মিজানুর রহমান শামীম বিপি।
এই বাঁধটি ভেঙ্গে যাওয়ায় ভূঞাপুর-তারাকান্দি সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই সাথে ভূঞাপুরসহ ঘাটাইল, কালিহাতী ও গোপালপুর উপজেলা বিরাট অংশ বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। এছাড়া টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কও হুমকির মধ্যে পড়েছে। বাঁধটি ভেঙে যাওয়ায় মুহুর্তেই বাড়িঘর তলিয়ে যাচ্ছে। এ অবস্থায় মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.