ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক ছাত্রনেতা প্রয়াত নূরনবী কোহিনুর এর স্মরণ সভা অনুষ্ঠিত

0

আরমান কবীরঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক ছাত্রনেতা প্রয়াত নূরনবী কোহিনুরের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন, ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা, হারুন-অর-রশীদ, ভাসানী অনুসারী পরিষদ এর সভাপতি আব্দুল হামিদ, দৈনিক আজকের সংবাদ এর সহ-সম্পাদক, জামাল উদ্দীন জামাল, প্রয়াত ছাত্রনেতা নুরনবী কোহিনুরের বড় ভাই, নুরুল হুদা নয়া সরকার ও স্ত্রী খালেদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মো. মাহমুদুল হক সানু। স্মরণ সভায় ভাসানী ছাত্র ও যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিল।
স্মরণ সভায় বক্তরা বলেন, ছাত্র জীবন থেকেই নূরনবী কোহিনুর অধিকার আদায়ের রাজনীতি করেছেন। কখনোই সারারন খেটে খাওয়া মানুষের কথা ভুলে যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অত্যন্ত অত্যন্ত সাধারন জীবন যাপন করেছেন। যেটা বর্তমান রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে বিরল।
প্রকাশ, প্রয়াত ছাত্রনেতা নূরনবী কোহিনুর সরকারী এম, এম ,আলী কলেজ, কাগমারী ছাত্র সংসদে ১৯৮০ সালে বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন থেকে নির্বাচন করে ভিপি নির্বাচিত হন। পরে তিনি বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত হয়ে টাঙ্গাইল জেলা কৃষক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেণ। গত ৩০ এপ্রিল রাতে তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Leave A Reply

Your email address will not be published.