বাসাইলে বাল্যবিয়ের দায়ে দুই পরিবারকে জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের বাসাইলে দুই ছাত্রীর বাল্যবিয়ের দায়ে তাদের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা যায়, উপজেলার রাশড়া চকপাড়া এলাকার সোনা মিয়ার কলেজ পড়–য়া মেয়ে সুবর্ণা আক্তার (১৬)কে রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে বাল্যবিয়ে দিচ্ছে এমন খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ওই বাড়িতে উপস্থিত হন। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিয়ের কাজ সম্পন্ন করে বরপক্ষ ওই ছাত্রীকে নিয়ে বাড়ি ত্যাগ করে। পরে ওই ছাত্রীর পরিবারকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার যৌতুকী গ্রামের আলেক খানের ৯ নবম শ্রেণীতে পড়–য়া মেয়েকে বাল্যবিয়ে দেয়া হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছাত্রীর পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার বলেন, ‘কনের বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের কাজ সম্পন্ন করে তাকে নিয়ে বরের বাড়িতে চলে যায়। পৃথক দুটি ঘটনায় কনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.