বাসাইলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় (চাপড়া বিল) ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই চাপড়া বিলে প্রতি বছর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার বাসুলিয়াসহ এর পাশ্ববর্তী এলাকাবাসীর উদ্যোগে মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া স্মৃতি স্বরণে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে দর্শনার্থীদের ঢল নামে ওই এলাকায়। রোমাঞ্চকর এই নৌকা বাইচ প্রতিযোগিতায় সিপাই নৌকার মধ্যে ভূয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ‘আল্লাহ ভরসা’ নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। এছাড়াও খেল্লা নৌকার মধ্যে ‘নথখোলা আদর্শ তরী’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঢাকার বিআরবি হাসপাতালের চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. আব্দুস সামাদ। এছাড়াও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.