নাগরপুরে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধ ও বয়সন্ধিকাল সম্পর্কে সচেতনতা মূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জুন) সকালে উপজেলা প্রশাসন স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প.প. কর্মকর্তা মাহবুবুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রিয়াংকা দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সোম রাম, সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রহম আলী, সদর ইউপি’র সদস্য নুরুল ইসলাম নূরু নাগরপুর থানার এস আই মো.সাইফুদ্দিন মাহমুদ প্রমুখ। সভায় বক্তরা শিক্ষার্থী ও অভিভাবকদের বাল্য বিয়ের কুফল, মাদকের কুফল ও বয়সন্ধিকালে ছেলে মেয়েদের শারীরিক পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা উপস্থিত সকলকে সন্তান ও অভিভাবকদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের আহবান জানান। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.