ধানের ন্যায্য মূল্যের দাবিতে টাঙ্গাইলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধন

0

নিজস্ব সংবাদদাতাঃ ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধানসহ সকল কৃষিপন্যের ন্যায্য মূল্য নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান ও মধ্যসত্ব ভোগীদের দৌরাত্যে লাগাম টেনে ধরার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ মানববন্ধন কমূসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন প্রবীণ দৌড়বিদ মির্জা শাহজাহান, সাইফুল্লাহ হায়দার,বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সংগঠক ফাতেমা রহমান বীথি, সাধারণ ছাত্র শেখ মোহাম্মদ ফরিদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, চলতি মৌসুমে টাঙ্গাইলে বোরো চাষে লক্ষমাত্রা ছাড়িয়েছে। ফলনও ভাল হয়েছে। শ্রমিকসহ আনুসঙ্গিক খরচ বেশি হওয়ায় ধান চাষে কৃষকেরা ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। তাই ধানের মূল্য বাড়ানোর পাশাপাশি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে এবং সকল মধ্যসত্বভোগীদের উচ্ছেদ করার দাবি জানান বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.