টাঙ্গাইল বন বিভাগের উদ্যোগে শোক দিবসে বৃক্ষরোপণ, দোয়া ও গণভোজের আয়োজন

0

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল বন বিভাগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভেষজ বৃক্ষরোপণ, বন বিভাগের জেলা কার্যালয়ে দোয়া ও গণভোজ এর আয়োজন করা হয়েছিল।

টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বন বিভাগের উদ্যোগে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ড.মোঃ আতাউল গনি ও টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহুিরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিলেন্ড) মোঃ খায়রুল ইসলাম, বন বিভাগের সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা মোঃ এমরান আলী’সহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহুিরুল হক বলেন টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় একই কর্মসূচী পালন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.