টাঙ্গাইল-আরিচা সড়কে বেইলী ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ, জনদূর্ভোগ চরমে

0

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কে বেইলী ব্রিজের ওপর দিয়ে গাছ বোঝাই ট্রাক পার হওয়ার সময় ব্রিজের পাটাতন ভেঙে যানচলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ১৭ সেপ্টেম্বর শুক্রবার ভোরে টাঙ্গাইল-আরিচা সড়কের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, ‘নাগরপুর থেকে গাছ ভর্তি একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি সড়কের টেংরীপাড়ার বেইলী ব্রিজ পার হওয়ার সময় পাটাতন ভেঙে পড়ে ট্রাকটি আটকে যায়। বেইলী ব্রিজটি দিয়ে ৮টন ধারণ ক্ষমতার পরিবহন চলাচলের উপযোগি হলেও দ্বিগুণ পরিমাণের পরিবহন চলাচল করে। এ কারণে প্রায়ই ব্রিজটিতে পার হওয়ার সময় পরিবহন আটকে গিয়ে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। টাঙ্গাইল সড়ক বিভাগের সহকারি প্রকৌশলী এসএম আলামিন বলেন, ‘আমাদের লোক ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ট্রাকটি সরানো হয়ছে। ব্রিজের পাটাতন ঠিক করার কাজ অব্যাহত রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কতক্ষণ সময় লাগতে পারে এটা এখন বলা যাচ্ছে না।

Leave A Reply

Your email address will not be published.