টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পরিদর্শন করলেন এসপি সরকার মোহাম্মদ কায়সার

0

মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত পথ শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান “ফ্রেন্ডশিপ স্কুল” পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। ২৩ই ডিসেম্বর বৃহস্পতিবার ফ্রেন্ডশিপ স্কুল পরিদর্শন করে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন৷ তিনি বলেন, টাঙ্গাইল শহরে সুবিধা বঞ্চিত পথশিশুদের জন্য এত সুন্দর একটি উদ্যোগ প্রশংসনীয়। এই স্কুলে প্রায় ২০০ সুবিধাবঞ্চিত শিশুরা বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা সব সময়ই এই স্কুলের পাশে থাকবো। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা সিএনআই এর হেড অব নিউজ জুয়েল আহমেদ, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর) এর ওসি মোঃ হেলাল উদ্দিন’সহ শিক্ষক ও শিক্ষার্থীগণ।

Leave A Reply

Your email address will not be published.