টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

0

মোঃ মশিউর রহমান /টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ৩১ বার তোপধ্বনি, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নেতৃত্বে, জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলামের নেতৃত্বে, জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদারের নেতৃত্বে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক কমান্ডার ফজলুল হকের (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর পরপরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অপরদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮.০৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শনের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। এরপর একটি বিজয় র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদদের স্মরণে বঙ্গবন্ধুর মুর‌্যাল ও প্রত্যয়-৭১ এর এর পাদদেশে পুস্পস্তবক অর্পণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা সহ সবার জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল এবং এড়ড়মষব (এ-ঝঁরঃব) এর শুভ উদ্ধোধন করা হয়। সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোষ্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন। বাদ যোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় এবং গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.