টাঙ্গাইলে পণ্য মেলায় ভোক্তা অধিকার কর্তৃক অর্থদণ্ড

0

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
১টি কিনলে ১টি ফ্রি, এরকম বিজ্ঞাপন আমরা সচারাচর বিভিন্ন মেলাতেই দেখতে পাই।কিন্তু এবার ভিন্ন রকম চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করে অর্থদণ্ড গুনতে হলো মেলায় অবস্থানরত দুটি ব্যবসা প্রতিষ্ঠান কে।

টাঙ্গাইল চলমান মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলায় অতিরিক্ত আকর্ষণকে পুজি কে ক্রেতাদের মন যোগাতে ভিন্ন উপায় অবলম্বন এর দায়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্তৃক ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১লা মার্চ সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সহযোগিতায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে এ জরিমানা আরোপ করেন।

এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের স্বাস্হ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি ব্যক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.