টাঙ্গাইলে জাতীয় প্রাক-বাজেট নাগরিক সংলাপ অনুষ্ঠিত

0

নিউজ ডেস্কঃ স্থায়ীত্বশীল উন্নয়ন অভিযাত্রায় কাউকে পেছনে রাখা যাবেনা- এই শ্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, টাঙ্গাইল জেলা কমিটির উদ্যোগে ৩০ মে ২০১৯ সকাল ১১.০০ টায় সাধারণ গ্রন্থাগার, টাঙ্গাইল মিলনায়তনে প্রাক-বাজেট নাগরিক সংলাপ ২০১৯-২০২০ অনুষ্ঠিত হয় । উক্ত নাগরিক সংলাপে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন সুপ্র টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি খন্দকার নাজিম উদ্দিন । প্রধান অতিথি হিসেবে সাধারণ গ্রন্থাগার, টাঙ্গাইল এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কবি মাহমুদ কামাল উপস্থিত ছিলেন । সভার শুরুতে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে নাগরিক সংলাপের প্রস্তাবনা উপস্থাপন করেন সুপ্র টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রাণী প্রামাণিক ।

নাগরিক সংলাপে আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, নুরুল ইসলাম বাদল, সভাপতি, স্বকাল পরিষদ, আব্দুর রউফ রিপন, সভাপতি, যুব সংঘ, আকুর টাকুর পাড়া, সেতারুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষক লীগ, এডভোকেট আল-রুহী, জজ কোর্ট, শামীমা আক্তার, ছাত্রী, মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রেনু আক্তার, ছাত্রী প্রমূখ ।

Leave A Reply

Your email address will not be published.