টাঙ্গাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

0

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে ফিরিয়ে আনতে ও মাদকের থাবা থেকে যুব সমাজকে দুরে রাখতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। খেলা দেখতে পেরে খুশি দর্শকরা। উপজেলার ধলাপাড়া ইউনিয়নের দক্ষিণ ধলাপাড়া বল্লার বিল মাঠ প্রাঙ্গণে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগীতায় বিভিন্ন এলাকার প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৫ ক্যাটাগরিতে দেশের বিভিন্ন যায়গা থেকে দাপুটে ও কদমের জন্য বেশকিছু ঘোড়া অংশগ্রহন করে। ঘোড়দৌড প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ধলাপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুল হক মাস্টার, যুবলীগ নেতা শাহিন খান প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মুহুর্তেই হাজার হাজার দর্শকে পরিপুর্ণ হয়ে যায় মাঠের চারপাশ।

Leave A Reply

Your email address will not be published.