টাঙ্গাইলে করোনার ভয়ে অফিস থেকে পালিয়েছেন এক কর্মকর্তা

0

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের ভয়ে টাঙ্গাইলে এক কর্মকর্তা অফিস থেকে পালিয়েছে। তার নাম মোস্তাইন বিল্লাহ। সে টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক মাস পাঁচদিন যাবত পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম মমিনুল হক জানান, টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী মোস্তাইন বিল্লাহ গত মার্চ মাসের ২৫ (পঁচিশ) তারিখে অফিসের কাউকে না বলে হঠাৎ উধাও হয়ে যায়।

পরে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় চলে গেছেন। এই করোনার ভয়ে তিনি অফিস করবেন না। পরবর্তীতে তার সাথে একাধিক সময়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।

এই বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম মমিনুল হক আরো বলেন, দেশের এই করোনা ভাইরাসের মহামারীর সময়ে সরকারের যে সমস্ত অফিসগুলো জরুরী সেবার জন্য দিন-রাত গুরুত্বপূর্ণভাবে কাজ করছে তাদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস অন্যতম।

এটা মারাত্বক সরকারি চাকুরীবিধি লংঘন। যাহা শাস্তিযোগ্য অপরাধ। তার এই দীর্ঘ পালানোর সময়ে অত্র অফিসের নানাকাজে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং সরকারি অন্যান্য কর্মকান্ডেও প্রভাব পড়েছে। তাকে শোকস করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা নিতে উদ্ধর্তন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, মোস্তাইন বিল্লাহ টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপ সহকারী প্রকৌশলী হিসেবে বিগত ২০১৮ সালের ২০ অক্টোবর তারিখে কাজে যোগদান করেন। আর গত মার্চ মাসের ২৫ (পঁচিশ) তারিখে করোনার ভয়ে অফিসের কাউকে না বলে পালিয়ে যান। এই বিষয়ে পলায়নকুত উপ সহকারী প্রকৌশলী মোস্তাইন বিল্লাহ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

Leave A Reply

Your email address will not be published.