টাঙ্গাইলে করোনা’র গণটিকা নিতে বয়স্ক নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

0

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। ৭ আগস্ট শনিবার
সকাল নয়টায় জেলার ১১৫ টি ইউনিয়নের মধ্যে ৯৮টি ইউনিয়ন ও ১১টি পৌরসভার মধ্যে ৩টি পৌর এলাকায় একযোগে এ টিকা কার্যক্রম চলছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকা নিতে আগ্রহীরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিচ্ছেন। হাতের কাছে টিকা পাওয়ায় অনেক খুশি সাধারণ মানুষ। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান জানান, জেলার ১১৫টি ইউনিয়নের মধ্যে ৯৮টি ইউনিয়নে আজ টিকা দেয়া হচ্ছে বাকি ১৭ টিতে আজ শিশুদের রুটিন টিকা দেয়ার কার্যক্রম থাকায় আগামীকাল সেখানে কোভিড এর টিকা দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে ও ১১ টি পৌর সভার মধ্যে টাঙ্গাইল, মধুপুর ও গোপালপুর পৌরসভা এলাকায় কোভিডের টিকা দেয়া হচ্ছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন।

Leave A Reply

Your email address will not be published.