টাঙ্গাইলের সখীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

0

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল ভাঙচুরের পর ভুল স্বীকার করেছেন স্বজনরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মডার্ন ডক্টরস হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার সকালে রুনা লায়লা নামে ওই প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে প্রসব বেদনা উঠলে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অস্ত্রোপচারের সময় বিকেল ৪টার দিকে মৃত্যু হয় তার। পরে ভুল চিকিৎসায় ওই প্রসূতির মৃত্যু হয়েছে অভিযোগ তুলে স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে। অভিযোগ তোলে, লাইসেন্স ছাড়াই চলছে হাসপাতালটি। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কাগজপত্র ঘেঁটে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকার অভিযোগ ভিত্তিহীন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মীমাংসা করে মরদেহ নিয়ে গেছেন স্বজনেরা। হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, ভুল চিকিৎসায় ওই প্রসূতির মৃত্যু হয়নি। অস্ত্রোপচারের সময় হৃদরোগে মারা যান তিনি।

Leave A Reply

Your email address will not be published.