ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় লড়ি চালক ও সহকারী নিহত

0

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বঙ্গবন্ধুসেতু- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামকস্থানে মঙ্গলবার (২৫ মে) দিনগত রাত ১১টার দিকে বাসের ধাক্কায় লড়ি চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের লড়ির চালক আব্দুল মোমিন(২৮) ও সহকারী বাঁধন মিয়া(২৪)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার রেজাউল করিম জানান, মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস(ঢাকা মেট্রো-ব ১৪-৬০৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়ির পেছনে ধাক্কা দেয়।

এতে লড়িটি মহাসড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় আঘাত পেয়ে লড়ির চালক আব্দুল মোমিন ও সহকারী বাঁধন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিসের নেতৃত্বে একটি টিম নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাস ও লড়ি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.