জামিনে মুক্ত হলেন সুলতান সালাউদ্দিন টুকু

0

নিউজ ডেস্কঃ দীর্ঘ এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।আজ সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন টুকুর ভাই ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা।

ঢাকা উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে ২০১৮ সালের ১২ জুন রাত ১২টার দিকে সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। পরে পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এই সভাপতিকে পরে একাধিক মামলায় একাধিকবার রিমান্ডে নেয় পুলিশ। প্রায় অর্ধশত মামলায় আটক থেকেই আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave A Reply

Your email address will not be published.