ঘাটাইলের সাবেক এমপি রানা শেষ ধাপে প্রায় আট শতাধিক কম্বল বিতরণ করলেন

0

স্টাফ রিপোর্টার: শীতের শুরু থেকেই ঘাটাইলের অসহায় শীতার্থ মানুষকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে আসছেন,ঘাটাইলের সাবেক সাংসদ আলহাজ্ব আমানুর রহমান খান রানা। ঘাটাইলের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পাড়া,মহল্লায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীত বস্ত্র বিতরণ করেছেন নিজ হাতে। শনিবার শেষ ধাপে ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নের আকন্দের বাইদ,লক্ষিন্দর ও ছলিং গ্রামে কম্বল বিতরণ করেন।এসময় প্রায় চারশত পরিবারের মধ্যে আট শতাধিক কম্বল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য দুটি করে কম্বল দেয়া হয়। সাংসদ রানা নিজ হাতে সবার হাতে কম্বল তুলে দেন। পাশাপাশি তিনি সবার খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। সবশেষে শনিবার(১৫ফেব্রুয়ারি) সন্ধায় লক্ষিন্দর ইউনিয়নের ছলিং বাজারের পাশে মাজার প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন। এমপি রানার আসার কথা শুনে বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে মুহূর্তে মধ্যে। সহজ সরল মানুষ গুলো তাদের প্রানের নেতা কে কাছে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পরেন।

এসময়,আরো উপস্থিত ছিলেন,লক্ষিন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি,আলহাজ্ব এসকান্দর আলী,বৃহত্তর রসুলপুর ইউনিয়ন শহীদ বাপ্পি সৃতি সংসদের সভাপতি,আবু হানিফ,উপজেলা যুবলীগ নেতা এনামুল কবির,সাইফুল ইসলাম বাচ্চু,যুবলীগ নেতা আমির হোসেন,রসুলপুর ইউনিয়ন বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল মালেক,গারোবাজার বনিক সমিতির সভাপতি,বিশিষ্ট ব্যাবসায়ী ও তরুণ রাজনীতিবিদ হারুন অর রশিদ,ইউপি সদস্য এনামুল কবির সহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সাংসদ রানা বলেন,আমি সবসময় ঘাটাইল বাসীর সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি।তারাই আমার অভিভাবক। আমি চেয়েছিলাম ঘাটাইলের সকল শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র পৌঁছে দিতে।আজ সেটা করতে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি সবসময় একটি বিষয় কে গুরুত্ব সহকারে চিন্তা করেছি যাতে শীত বস্ত্র নিতে গিয়ে যেন কারো কাজের ক্ষতি না হয়।কারণ ঘাটাইলের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ।এজন্যই একটু বেশি সময় লেগেছে।এভাবেই যেন সারা জীবন তাদের বিপদে আপদে পাশে থাকতে পারি।এজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।জানা যায়,এমপি রানা নিজ হাতে ঘাটাইলের প্রতিটি গ্রামে গিয়ে শীতার্থ মানুষকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন।এপর্যন্ত প্রায় বিশ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।এছাড়াও তিনি প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষের মাঝে শীত বস্ত্রও বিতরণ করেছেন।এমপি রানার ঘাটাইল বাসীর প্রতি ভালোবাসা এই প্রথম নয়।এর আগেও তিনি ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও বাড়ি নির্মান সামগ্রী সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন অসংখ্য ব্রিজ,কালভার্ট,রাস্তাঘাট,মসজিদ সহ শিক্ষা প্রতিষ্ঠান।

Leave A Reply

Your email address will not be published.