ঘাটাইলের ব্রাহ্মণশাসন মহিলা মহাবিদ্যালয়ে স্নাতক (পাস) কোর্স চালুর অনুমতি

0

সৈয়দ মিঠুন (ঘাটাইল): টাঙ্গাইলে ঘাটাইলের ব্রাহ্মণশাসন মহিলা মহাবিদ্যালয়ে স্নাতক (পাস) কোর্স চালুর অনুমতি প্রদান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জানাযায়,কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির ৮৭ তম সভার সুপারিশ এ্যকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় অনুমোদন সাপেক্ষে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে শর্তসাপেক্ষে এ অধিভুক্তি প্রদান করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের কাছে এক পত্রের মাধ্যমে বিষয়টি অবগত করেছেন কলেজ কর্তীপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ড. মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রেরিত পত্র থেকে জানা যায়, কলেজ কতৃপক্ষ বিএসএস (পাস) কোর্সে বাংলা, ইংরেজি, রাষ্টবিজ্ঞান, সমাজকর্ম , অর্থনীতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

কলেজটির স্নাতক (পাস) কোর্স চালুর কলেজ কোড নং-৫৩৫১। ঘাটাইলের একমাত্র মহিলা মহাবিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.