কালিহাতীতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

0

কালিহাতী প্রতিনিধি:দুই বছর পর আনন্দ ও উৎসব মুখর পরিবেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল কালিহাতী উপজেলার নারান্দিয়া  ইউনিয়নের নারান্দিয়া টি,আর,কে,এন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজের ২০২০-২১ সনের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার (০৫ জানুয়ারী ) নারান্দিয়া স্কুল এন্ড কলেজের  অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৮জন অভিভাবক প্রতিনিধি পদে প্রার্থীর মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছে। সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । সন্ধায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার  উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন ফলাফল ঘোষনা করেন।

এদিকে স্কুলের অভিভাবক  প্রতিনিধি নির্বাচনে – ১) মো. সুরমান তালুকদার  প্রথম, ২) মো.রমজান আলী দ্বিতীয় , ৩) মো. আব্দুস সাত্তার সরকার   তৃতীয় এবং ৪) মো:দেলোয়ার হোসেন চতুর্থ হয়ে বিজয়ী হয়েছে। প্রশাসনিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন কালিহাতী  থানার এস আই এরসাদুল ইসলাম সহ ৩ জন পুলিশ কনস্টেবল।

বিদ্যালয়ের নির্বাচন কমিশনারের সূত্রে জানা গেছে, নারান্দিয়া  উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তফসিল ঘোষনার পর ৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন। আর এ ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার বলেন, নারান্দিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজের      অভিভাবক প্রতিনিধি নির্বাচন সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সকাল হতে বিকেল পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসাবে ৮জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থী নির্বাচিত হয়েছে। এদের মধ্যে কলেজ শাখায় অভিভাবক প্রতিনিধি মো. আবুল হোসেন ৬৩ ভোট পেয়ে প্রথম, মো. আব্দুর রাজ্জাক ৫৭ ভোট পেয়ে দ্বিতীয়, মো. আব্দুল কুদ্দুস ৪৭ ভোট পেয়ে তৃতীয় ও আব্দুল খালেক ৪৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave A Reply

Your email address will not be published.