এবার টাঙ্গাইল সদরে নারী স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত

0

আরমান কবীরঃ সোমবার(৪ মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।তিনি টাঙ্গাইল পৌর এলাকার ডিস্ট্রিক্ট কোয়াটারের বাসিন্দা বলে জানা গেছে।

জেলা সিভিল সার্জন আরো জানান, রোববার জেলা থেকে মোট ৮৫ টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এখন পর্যন্ত ২ জন ঢাকায় মারা গিয়েছেন। আর সুস্থ হয় ৭ জন।

এ নিয়ে জেলায় মোট ২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হল। এ ঘটনার পর সোমবার একটি বিল্ডিং লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, তিনি যেখানে বসবাস করতেন ওই বিল্ডিং টি লকডাউন করে দেয়া হয়েছে। সেখানে ১২ টি পরিবার রয়েছেন। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারী নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।

Leave A Reply

Your email address will not be published.