মাভাবিপ্রবিপ্রতিনিধি:সায়েন্টিফিক বাংলাদেশ গবেষণা বিশ্লেষণঅনুযায়ী ২০১৯ সালে স্বনামধন্য গবেষণাপত্রে স্কোপাস ইনডেক্স জার্নালে প্রকাশিত ব্যক্তিগত গবেষণা সংখ্যার ভিত্তিতে ৩৯টি গবেষণা পত্র প্রকাশ করে বাংলাদেশে প্রথম (১ম) স্থান করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাউছার আহমেদ এবং ৩১ টি গবেষণা পত্র প্রকাশ করে চতুর্থ (৪র্থ)অবস্থান করেছেন একই বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এর সিনিয়র প্রভাষক বিকাশ কুমার পাল।
২০১৮ সালেও ৩৬টি গবেষণা পত্র প্রকাশ করে কাউছার আহমেদ বাংলাদেশে দ্বিতীয় (২য়) স্থান এবংবিকাশ কুমার পাল ২২ টি গবেষণা পত্র প্রকাশ করে ১৩ তম অবস্থান করেছিলেন।
এছাড়া ২০১৭ সালে বাংলাদেশে প্রথম ১৫ জনের ৩ জন স্থান করেছিলেনবিশশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। এর মধ্যে সহকারী অধ্যাপক কাউছার আহমেদ ৪র্থ, সহকারী অধ্যাপক আলী নেওয়াজ বাহার ৮ম এবং ২০১০-১১শিক্ষা বর্ষের শিক্ষার্থী সৈয়দ আসাদুজ্জামান আসাদ ১৩ তম অবস্থান করেছিলেন।
কাউছার আহমেদের স্কোপাস ছাড়াও আইএসআই ইনডেক্স জার্নালে অসংখ্য গবেষণা পত্র রয়েছে। তিনি আলোতত্ত্ব নিয়ে গবেষণা করছেন। তার গবেষনার অন্যতম বিষয় অপটিক্যালফাইবার, ফাইবার সেন্সর, বায়োইনফরমেটিক্স ও ডাটামাইনিং।তিনি গ্রুপ অব বায়োফটোমেটিক্স নামে একটি রিসার্স গ্রুপ পরিচালনা করেন। যার সাথে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকগণ সংযুক্ত রয়েছেন। এই রিসার্স গ্রুপের মাধ্যমে তারা তাদের গবেষণার কাজ সম্পাদন করে থাকেন। ২০১৪ সালেবিশ্ববিদ্যালয়ে যোগদানের পর ৬বছর শিক্ষকতা জীবনে প্রকাশিত গবেষণাপত্র ১৭৫টি যার আর.জি-৩২.৩৮এবং যারসাইটেশন ১৪৩০ টি।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...