নিউজ ডেস্কঃ মাগুরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্র লিসানকে হত্যা করা হয় বলে জানতে পেরেছে পুলিশ। লিসান হত্যা মামলায় গতকাল রোববার সন্ধ্যা ও গভীর রাতে লিসানের সহপাঠী রবিন (১৮) ও হাসানকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। রবিনের কাছ থেকে পুলিশ লিসান হত্যার নেপথ্যের কারণ জানতে পেরেছে। তবে এ ঘটনার হোতা সোহেলকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মাগুরার সদর উপজেলার শিবরামপুর কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণি পড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করত শহরের নিজনান্দুয়ালী এলাকার রবিন ও শামীম। লিসান এ ঘটনার প্রতিবাদ করায় তার ওপর ক্ষুব্ধ হয় তার সহপাঠী রবিন ও শামীম। সেই সঙ্গে লিসানকে খুন করার জন্য সোহেলকে ভাড়া করে তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শামীম ও রবিন আড্ডা দেওয়ার কথা বলে লিসানকে কৌশলে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শিবরামপুরের মডার্ন মোড়ে নিয়ে আসে। যেখানে ধারালো ছুরি নিয়ে আগে থেকে ওৎ পেতে ছিল ভাড়াটিয়া খুনি সোহেল। লিসান মোটরসাইকেলে করে মডার্ন মোড়ে আসা মাত্রই সোহেল তার পেটে ছুরিকাঘাত করে এবং কিছুক্ষণের মধ্যে মাগুরা সদর হাসপাতালে মারা যায় সে।
ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনার তদন্তে নেমে স্কুলছাত্রী উত্ত্যক্ত করার যোগসূত্র পেয়েছে। একইসঙ্গে রবিনকে আটক করে। রবিন পুলিশের কাছে এ বিষয়ে স্বীকারোক্তি দিয়ে লিসান খুনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এ ছাড়া ওই স্কুলছাত্রীও উত্ত্যক্ত করার সত্যতার কথা জানিয়ে শামীম ও রবিনকে অভিযুক্ত করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, গত রোববার শিবরামপুর মডার্ন মোড়ে কলেজছাত্র লিসানকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত লিসান আঠারখাদা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।
সংবাদ সুত্র- এন টিভি অন লাইন