সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ‘কালিয়ান গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে কালিয়ান উচ্চ বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজসেবা কর্মকর্তা মনসুর আহম্মেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, অফিসার ইন-চার্জ আমির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, কালিয়ান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ সামাদ প্রমুখ বক্তব্য দেন।
প্রসঙ্গত; ১৯৭১ সালের ১ জলাই পাকিস্তানি হানাদার বাহিনী সখীপুর উপজেলার কালিয়ান গ্রামে অতর্কিত হামলা চালায়। এসময় তারা আঠারো জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে। নিহতদের স্মৃতিকে ধরে রাখতে ইতোমধ্যে ওই গ্রামে বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণের কাজ চলছে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...