সখীপুর প্রতিনিধিঃটাঙ্গাইলের সখীপুরে চলতি আন্ত:স্কুল মাদরাসা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে এলাকাবাসী। মাঠের লড়াই বাহিরে এনে কয়েকটি খেলায় হাতুড়ি, রড, চেইন ও লাঠিসোটা নিয়ে স্থানীয়রা সংঘর্ষে লিপ্ত হয়েছে। গত তিনদিনে এরকম সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কমপক্ষে চারজন। এদের মধ্যে শাকিল আহমেদ (১৯) নামের একজনের অবস্থা গুরুতর।
জানা যায়, বুধবার সকালে পাথারপুর জনতা উচ্চবিদ্যালয় মাঠে গজারিয়া শান্তিকুঞ্জ ও কেজিকে উচ্চবিদ্যালয়ের খেলা চলছিল। খেলা চলাকালীন গজারিয়া এলাকার শাকিল কেজিকে উচ্চবিদ্যালয়ের পক্ষ নিয়ে পাথারপুর এলাকার কায়সার (১৭), নিকছন, সিয়াম ও শাকিবের সঙ্গে তর্কে জড়ায়। খেলা শেষে ওই চারজনসহ আরো কয়েকজন মিলে শাকিলকে হাতুড়ি, রড, চেইন দিয়ে বেধড়ক পিটুনি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এরআগে গত সোমবার প্রতিমাবংকী ডিগ্রি মাদরাসা মাঠে উদয়ন ও বংকী পূর্বপাড়া পাবলিক উচ্চবিদ্যালয়ের খেলা চলাকালীন সময় সংঘর্ষে হাতুড়ি পেটায় উদয়ন উচ্চবিদ্যালয়ের তিনজন আহত হয়। উপজেলার গোহাইলবাড়ি এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও স্থানীয়ভাবে গঠিত কমিটি আলোচনার মাধ্যমে সমাধান করেছেন। খেলার বাইরে কিছু ঘটলে সে দায়িত্ব কমিটির নয়।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...