মির্জাপুর প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারকৃতরা হল, লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার সিংঘিমাড়ী গ্রামের নবিন উদ্দিনের ছেলে আশিদুল ইসলাম (৩৩), বেলাল হোসেনের ছেলে খায়রুল ইসলাম (৩৫) এবং গাইবান্ধার কোপতলা গ্রামের নুরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম (৩০)।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের দেওহাটা নামকস্থানে ত উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব- ১৪-৭৫১০) নামক যাত্রীবাহী বাসটি পৌছালে উপ-পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাসটি তল্লাসী চালায়। এ সময় ওই তিনজনের কাছে থাকা ব্যাগ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করা হয়্
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর মহাসড়কের একই স্থানে যাত্রীবাহী হাবিব পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
এ প্রসঙ্গে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. রফিকুল ইসলাম বলেন, ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...