মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে দুই অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। গতকাল রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেওয়া হয় ।সূত্র জানায়, উপজেলার ইউনিয়নের হিলড়া আদাবাড়ি গ্রামের মো. আছান উদ্দিনের ছেলে মো. মতিন মিয়াকে (৩৩) অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সময় দুটি ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক।এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক অর্থদন্ড ও ড্রেজার ধ্বংসের তথ্য নিশ্চিত করে বলেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...