মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার গভীররাতে উপজেলার সাটিয়াচড়া কবরস্থানের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকা থেকে ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের রাজিব মিয়ার ছেলে মনির হোসেন (৩১), শ্রীহরিপাড়া গ্রামের হালিমের ছেলে হানিফ (৩০), পাইকপাড়া গ্রামের মীর সাইদের ছেলে মীর রাব্বী (২৭)। এদের মধ্যে হানিফ ও মীর রাব্বীর সাথে শালা-দুলাভাইয়ের সম্পর্ক রয়েছে।পুলিশ সূত্র জানায়, রোববার গভীর রাতে উপজেলার সাটিয়াচড়া কবরস্থানের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর ডাকাত দল ডাকাতির প্রস্তুতি গ্রহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। ৯ ডাকাত দলের সদস্যোর মধ্যে ৩ জনকে আটক করা হয় সম্ভব হয় এবং অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বেশ কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মনির ও হানিফের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ৫ দিনের রিমান্ড আবেদন করে সোমবার দুপুরে আসামীদের টাঙ্গাইল কোর্টে প্রেরন করা হয়েছে।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...