মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের উদ্যোগে ”সিনথেসিস এন্ড কম্পারেটিভ স্টাডি অব ম্যানিক বেস এন্ড সাইটোটক্সিক রিএজেন্টেস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকালে বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, বিভাগের চেয়ারম্যান ড. আশীষ কুমার সরকার, সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবুল কাশেম লিটনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।